আশুলিয়া প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই সারাদেশের মত শিল্পাঞ্চল আশুলিয়ায় উল্লাস করে ছাত্র-জনতা। রাষ্ট্র ও সমাজ সংস্কারের অংশ হিসেবে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কারে নামে শিক্ষার্থীরা। শুধু পরিস্কার-পরিচ্ছন্নতাই নয় ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন পোশাক কারখানার নিরাপত্তা দিতেও তারা কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগসহ কারখানার সামনে অবস্থান নিয়েছে। ৮ আগস্ট বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর, জিরানী বাজার, মোজারমিল, শ্রীপুর, ডিইপিজেড, বাইপাইল, পল্লীবিদ্যুৎ, নবীনগর এবং বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া, নরসিংহপুর, জিরাবো সহ বিভিন্ন স্থানে মহাসড়কের পাশে এবং বিভিন্ন কল-কারখানার সামনে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বাইপাইল মোড় সহ মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা। তবে বাইপাইল মোড়ে শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যরাও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এমএসসি ইন কম্পিউটার সাইন্সের শিক্ষার্থী কাওছার হোসেন সহ অনেকেই। তিনি জানান, বেশ কয়েকদিনের চলমান পরিস্থিতির কারণে সড়ক-মহাসড়ক, বিভিন্ন কারখানার সামনে, বাজারে ও বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। তাই নিজেরাই এগুলো পরিস্কার করতে নেমে পড়েছি আমরা। এটা আমাদের দায়িত্ব বলেই মনে করি। এছাড়া আশপাশের বিভিন্ন পোশাক কারখানার কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নিয়েছি বলেও জানান এই শিক্ষার্থী। জিরানী বাজার এলাকায় মহাসড়ক পরিস্কার ও ট্রাফিকের কাজ করছে রায়হান নামের একজন। তিনি জানান, গত কয়েকদিনের সহিংসতায় মহাসড়কে আগুনে পুড়া যানবাহন পড়েছিল। সেগুলোর কারণে অন্যান্য যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছিলনা। তাই আমরা সকাল থেকে এগুলো পরিস্কার করছি। সেই সাথে সড়কের শৃঙ্খলা ফেরাতে আমরা ট্রাফিকের মত কাজ করছি। এছাড়া রোড ডিভাইডারের সৌন্দর্য বর্ধনের জন্য রং করা হয়েছে বলেও জানান তিনি। বাইপাইল মোড়ে কথা হয় ট্রাফিকের দায়িত্ব পালন করা এক শিক্ষার্থীর সাথে। তিনি জানান, চলমান পরিস্থিতিতে দেশের ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই এখানকার ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে আমরা কাজ করছি। আমাদের সাথে আনসার সদস্যরাও রয়েছেন। তারাও আমাদের সাথে ট্রাফিকের কাজ করছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আশুলিয়া থানা শাখার কর্মকর্তা মো. মনির উদ্দিন খান বলেন, ৩৫ বছর ধরে তিনি আনসারে চাকরি করছেন। কিন্তু আজ যে কাজ করছেন তাতে তিনি গর্ববোধ করছেন। সমাজ বিনির্মাণে আজ যা করছেন এরকম আনন্দ আর তিনি পাননি কখনো। শিক্ষার্থীরা যেভাবে ময়লা আবর্জনা পরিস্কার করছেন তাতে তিনি মুগ্ধ। এদের হাতেই নিরাপদ দেশ বলেও ব্যক্ত করেন তিনি।
Leave a Reply