আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের ১১তলা থেকে পড়ে মাহবুবুর রহমান (৪০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ১০ মে বুধবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার নালিজা মোড় বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান নাটোর জেলার বাগাতি পাড়ার বাঁশবাড়ি গ্রামের জলিল মিয়ার ছেলে। তিনি গত চার দিন যাবত ঠিকাদার শহিদুল ইসলামের অধীনে কাজ করে আসছিলেন। স্থানীয়রা জানান, ১৪ তলা এই ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড আইন। এত বড় বহুতল ভবণ নির্মাণে নেয়া হয়নি কোন সেফটির ব্যবস্থা। তাই এ দুর্ঘটনা ঘটেছে। এতো বড় ভবনের উপর থেকে ইট বাঁশ কারো উপরে পড়লেও ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবণের মালিগন প্রভাবশালী হওয়ায় তারা শোনেন না কারো কথা। আমরা এসকল বিল্ডিং মালিকদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। বিল্ডিং নির্মাণ আইন কতটুকু মানা হচ্ছে উক্ত বিষয়ে বিল্ডিং এর ম্যানেজার মনিরের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিতেই ফোনের লাইন কেটে দেন। তবে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি মালিক পক্ষের সাথে। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জোহাব আলী বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। আসলে কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
Leave a Reply