1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

আশুলিয়ায় দুই মাদক কারবারিকে জেলে আটকে রাখার অনুরোধ স্ত্রীদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার দুই মাদক কারবারিকে জেলে আটক রাখার অনুরোধ নিয়ে থানায় হাজির হয়েছেন তাদের স্ত্রীরা। পুলিশ এ ঘটনায় হতবাক। ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল ২৮ নভেম্বর সোমবার দিনগত রাতে আশুলিয়ার উত্তর বাইপাইল এলাকা থেকে বায়েজিদ (৪০) ও নুর ইসলাম শেখ (৪৮) নামের ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এসময় বায়েজিদের কাছ থেকে ৭শ পুরিয়া এবং নূর ইসলামের কাছ থেকে ৩শ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার বায়েজিদের গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী থানা এলাকায়। তার বাবার নাম মৃত বাবু মিয়া। নুর ইসলামের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নেহালপুর এলাকায়। তার বাবার নাম মৃত চাঁন উদ্দিন শেখ। এ বিষয়ে আটক বায়েজিদের স্ত্রী বলেন, আমি পোশাক কারখানায় কাজ করে কষ্ট করে সংসার চালাই। কিন্তু আমার স্বামী একজন মাদকসেবী এবং মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে অনেকবার এসব কাজ বাদ দেওয়ার অনুরোধ করেও কোনো কাজ হয়নি। আমি কিছু বলতে গেলেই আমাকে মারধর করে। এসব নিয়ে প্রতিনিয়ত সংসারে অশান্তি লেগেই আছে। তাই পুলিশের কাছে অনুরোধ করেছি, যাতে তাকে কয়েক মাস জেলে রাখে। এতে যদি শিক্ষা হয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গতকাল রাতে মোট তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এদের মধ্যে বায়েজিদ ও নূর ইসলামের স্ত্রীরা থানায় এসে অনুরোধ করে বলেন তাদের স্বামীদের যেন অন্তত ২-৩ মাস জেলে রাখা হয়। তাদের আশা এতে হয়তো তারা এই কাজ থেকে ফিরে আসবে। আটকতরা দীর্ঘদিন যাবত রাজশাহী থেকে হেরোইন এনে আশেপাশের এলাকায় বিক্রি করত। আজ বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :