আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মারুফ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার জামগড়া ভূইয়া পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মারুফ ভূঁইয়া আশুলিয়ার জামগড়া এলাকার মোর্শেদ আলম ভুঁইয়ার ছেলে। তার নামে ছাত্র-জনতা হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার জামগড়া ভূইয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মারুফ ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন মিয়াজী বলেন, প্রথমে মূলত আশুলিয়ার জামগড়া এলাকার শিপলু ভূইয়া নামের একজনের হাত কাটার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে সিডিএমএস চেক করে দেখা যায় তার নামে একটি ছাত্র-জনতার হত্যা মামলাও রয়েছে। পরে সকালে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply