1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় দুজন গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।৩০ নভেম্বর শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ভোলা জেলা সদরের চর মনসা গ্রামের আব্দুল কাদেরের ছেলে নুরু মিয়া ওরফে নুরু উদ্দিন ওরফে ভাংগারী নুরু (৪৫) ও আশুলিয়ার জামগড়া শিমুলতলার মীরবাড়ীর মৃত শহিদুল্লাহ মীরের ছেলে মো. জামান মীর (৫৫)। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার পরবর্তীতে সংশ্লিষ্ট থানা ও আদালতে হত্যা মামলা দায়ের করেন। এমন মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ২৯ নভেম্বর শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গ্রেপ্তার ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের শনিবারে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :