আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়। ১৫ মার্চ শনিবার ঢাকা জেলা ছাত্রদল (উত্তর)-এর অন্তর্ভুক্ত আশুলিয়া থানা ছাত্রদল এই আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদল নেতা ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসাইন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য আলহাজ্ব মাদবর। এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন, পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে ছাত্রদল নেতারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ভবিষ্যতেও তারা এ ধরনের ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং মাদ্রাসার ছাত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়া রোগমুক্তি, দলের নেতাকর্মীদের সুস্থতা এবং দেশের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply