আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় চার কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫ ফেব্রুয়ারি রবিবার রাতে আশুলিয়ার দক্ষিণ গৌরীপুর এলাকা থেকে মোসা. আসমা (৩৭) নামের ওই নারীকে গ্রেফতার করে ডিবি। ৬ ফেব্রুয়ারি সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গ্রেফতার মোসা. আসমার স্বামীর নাম মো.লিটন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর সেনপাড়া এলাকায়। ওসি রিয়াজ উদ্দিন ঢাকা মেইলকে জানান, ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের এসআই মো. আনোয়ার হোসেন ডিবির ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের বিষয়টি জানতে পারেন। এরপর আশুলিয়ার দক্ষিণ গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আসমা নামক ওই নারীকে আটক করে। গ্রেফতার নারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply