আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার গনি জেনারেল হাসপাতালের নিবন্ধন না থাকায় হাসপাতালটি সিলগালা করেছেন উপজেলা প্রশাসন। বুধবার ৩১ জানুয়ারি দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ওই হাসপাতালে আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান এর নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসন হাসপাতাল কতৃপক্ষের কাছে নিবন্ধন ও অনুমোদনের কাগজ দেখতে চাইলে কতৃপক্ষ দেখাতে ব্যথ হয়। এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা জানান, গনি জেনারেল হাসপাতালের কোনও এবং অনুমোদনের কাগজ দেখাতে পারেনি।তাই ওই হাসপাতালকে সিলগালা করা হয়েছে।সেই সাথে যে সকল হাসপাতালের অনুমোদন নেই তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply