1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় এবার দুর্বৃত্তদের মারধরে আহত ফার্নিচার শ্রমিককের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

আশুলিয়া প্রতিনিধ : আশুলিয়ায় পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর এবার সন্ত্রাসীদের হামলায় এক ফার্নিচার শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির কর্মকর্তা ইউসুফ আলী। এর আগে ৪ জুলাই সোমবার আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ইস্টার্ন হাউজিং এলাকায় মারামারি ঘটনায় আহত অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের নাম মোঃ লিখন (১৮)। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ভয়নগর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে আশুলিয়ায় পলাশবাড়ী গোছারটেক ইস্টার্ন হাউজিং মাঠে মেহেদী নামের এক যুবককে কয়েকজন মিলে মারধর করছিল। বিষয়টি দেখে মেহেদীকে বাঁচাতে লিখন এগিয়ে আসলে তাকেও উপর্যুপরি কিলঘুষি মারা হয়। এসময় মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন লিখন। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। নিহত লিখনের ফুপা শহিদ আলী বলেন, ‘লিখন পলাশবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকানে কাজ শিখতো। আমার জানা মতে তার কোনো শত্রু ছিল না। সোমবার রাতে পলাশবাড়ি এলাকায় কে বা কারা তার ওপর হামলা চালায়। এসময় লিখন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে গণ স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে লিখন মারা গেছে। খবর পেয়ে আমরা গ্রাম থেকে এসেছি। তবে কে বা কারা তাকে মারলো এসব তথ্য এখনো পাইনি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ মফিজুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও কোনো মারধরের চিহ্ন নেই। তবে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, এর আগে আশুলিয়াতে এক শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও পোশাক শ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দেশব্যাপী সমালোচনা চলছে। সম্প্রতি আশুলিয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :