আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ২৩ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা দরগাহ পাড়ায় মিস্টারের জুটের গোডাউনে এ আগুন লাগে। বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্ট্যাশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে থেকে আমাদের জানানোর পর দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের তিনটি ইউনিট কাজ করেছে। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।
Leave a Reply