আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ মির্জা আবিদ বেগ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতার মির্জা আবিদ বেগ (৪০) আশুলিয়ার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং এলাকার মো. নুরুল আলম বেগের ছেলে। ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং এর এ ব্লক থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবিদ বেগ নামে ওই যুবককে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ২১,০০,০০০ (একুশ লক্ষ) টাকা। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি আবিদ বেগকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার সাথে উক্ত মাদক ব্যবসায় সহযোগী হিসেবে আরো দুইজন ব্যক্তি রয়েছে। তাদের নাম, ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply