আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে আশুলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতাররা হলেন— আশুলিয়ার দূর্গাপুর এলাকার মৃত রমজান আলীর ছেলে হামিদুর রহমান মুন্সি (৪০) এবং আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকার মোতালেব সরকারের ছেলে মাইনুদ্দিন সরকার ওরফে আবির (২১)। ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে আশুলিয়া থানাধীন দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদুর রহমান মুন্সি নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে।অন্যদিকে, উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অপর একটি অভিযানে আশুলিয়া থানাধীন ভাদাইল পাবনারটেক এলাকা থেকে ১৫০ ইয়াবা ট্যাবলেটসহ মাইনুদ্দিন সরকার ওরফে আবির নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply