আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থেকে চারশ পিস ইয়াবাসহ মো. ফোতাক (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩ মার্চ শুক্রবার দিবাগত রাতে আশুলিয়া থানাধীন সাধুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৪ মার্চ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতার মো. ফোতাকের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার সদর উপজেলার জিলানজা, পারহাউজ দক্ষিণ হাজীপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ। ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার ফোর্সসহ শুক্রবার রাতে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন সাধুপাড়া এলাকা থেকে মো. ফুতাক নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চারশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply