আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অবরোধ বিরোধী মিছিল করেছে আশুলিয়া থানা আওয়ামী লীগ। এসময় বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টঙ্গী-বাইপাইল মহাড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জামগড়া এলাকায় গিয়ে অবস্থান নেয়। আওয়ামী লীগ নেতাদের দাবি, অবরোধের নামে বিএনপি-জামায়াত যেন কোনো নাশকতা চালাতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন তারা।
আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বলেন, উন্নয়নের রূপকার শেখ হাসিনার সাজানো শৃঙ্খল দেশকে চক্রান্ত করে অশান্ত করতে চাচ্ছে জামায়েত-বিএনপি।তবে শরীরের এক বিন্দু রক্ত থাকতে সাভার ও আশুলিয়ায় কাউকে কোনো অরাজকতা করতে দেবো না। কেউ চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
Leave a Reply