আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় এক আইনজীবীর দায়ের করা মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হালিম মৃধা (৩৭) নামে স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। ১১ জানুয়ারি বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান। গ্রেফতার হালিম মৃধা সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এসআই আবুল হাসান বলেন, মারামারির ঘটনায় ২০২১ সালে ব্যারিস্টার জাহিদুল হক চৌধুরী নামে এক আইনজীবী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলারই ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন গ্রেফতার ইউপি সদস্য হালিম মৃধা। ১১ জানুয়ারি বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply