1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

অস্ত্রসহ ৩ ডাকাত আটক

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৪-৫ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়। ৪ জুন রবিবার দুপুরে আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সাভার সেনানিবাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল ডিসি নার্সারীর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মো. শাহিন ওরফে সজীব (৩২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার মো. ইলিয়াস শেখ (৩৪), শরীয়তপুর জাজিরা থানার মো. পলাশ (৩৫)। তাদের আরও ৪-৫ জন অজ্ঞাত সদস্যকে মামলায় আসামি করা হয়েছে। আটক সজীব ও ইলিয়াস শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৪টি মামলা ও পলাশের বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এই ডাকাত দল। পরে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ৪-৫ জন। আর আটক করা হয় ৩ জনকে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, খুর, লোহার রডসহ বিভিন্ন দেশীয় ও ধারালো অস্ত্র। এ ব্যাপারে মামলার বাদী আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবজালুল হক বলেন, রাতে টহল ডিউটি করার সময় আমি গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৩ জনকে আটক করেছি। তারা ডাকাতির জন্য অপেক্ষা করছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। বাকিদের আটকে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :