সংবাদ রিপোর্ট: নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ জুলাই বুধবার বেলা ১১টায় সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে দিবসটি পালন করে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। ২৭ জুলাই বুধবার সকাল ১১টায় সাভার উপজেলা কমপ্লেক্সের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব সহ সকল নেতাকর্মী সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। উল্লেখ্য, এই অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন কেক কেটে উদযাপিত হয়। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সজীব ওয়াজেদ জয় এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবা পারভীন, রঞ্জিত সাহা, নুর হোসেন মিন্টু, যুগ্ম-সাধারন সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাব্বী ব্যাপারি, যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, বাপ্পি সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ জিয়া শিকদার প্রমুখ সহ ঢাকা জেলা উত্তর এর অন্তর্ভুক্ত সকল থানা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply