ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ১৬ জুলাই রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। ডিবি পুলিশ জানায়, গত মাসের ২৮ জুন রাজধানীর আফতাব নগরে গরুর হাটে বেশ কয়েকজন গরু ব্যবসায়ী গরু বিক্রি করে সেখানে রাতে একটি ট্রাকে করে কম ভাড়ায় জামালপুরে যাওয়ার জন্য উঠেন গরু ব্যবসায়ী আবেদীন ফকিরসহ তার সহযোগীরা। পরে ট্রাকটি ধামরাই এলাকায় থামালে একদল সশস্ত্র ডাকাত ট্রাকে উঠে গরু ব্যবসায়ীদের হাত পা বেধে মারধর করে নগদ ২৭ লক্ষ টাকা ও তাদের সঙ্গে থাকা মালামাল লুট করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা ধামরাই থানায় একটি মামলা দায়ের করলে ডিবি পুলিশ ভোর রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- সাহেব আলী (৩৫), রইছ উদ্দিন (৫৫), তারেক আলী মৃধা (২৫), মোঃ লালচান (২২) ও মোঃ হাফিজুর রহমান (৩৮)। এসময় আসামীদের কাজ থেকে লুন্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে উক্ত ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে। এই ডাকাতচক্রের সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে। ও আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবির ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। অপরদিকে সকালে সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে ট্রাক ও দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসলামকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
Leave a Reply