সংবাদ রিপোর্ট: ভারতে মহানবী হযরত মুহাম্মদ সা. ও হযরত আয়েশা সিদ্দীকা রা. এর শানে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদি জনতা। ১০ জুন শুক্রবার জুম’য়ার নামাজের পর থেকেই সাভারের বিভিন্নি এলাকায় থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠে আসে হাজারো মুসুল্লি। এসময় ঢাকা-আরিচা মহাসকের থানা বাসষ্ট্যান্ড থেকে রেডিও কলোনী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে মিছিল করেন তারা। বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানা হাতে মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন মুসুল্লিরা। পরে সাভার সিটি সেন্টারের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মুসলিম উম্মাহর ইজ্জত রাসুল (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান করেন মুসল্লিরা। তারা আরও বলেন, ধর্মীয় অপবাদ ছড়িয়ে বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকাণ্ড গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দুত্ব-বাদী গোষ্ঠীকে উসকে দিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। অন্যদিকে আশুলিয়ায় একই দাবিতে হাজার হাজার মুসুল্লি জুম’য়ার নামাজ শেষে খন্ড খন্ড মিছিল নিয়ে বাইপাইল মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ থেকে মুসুল্লিরা অবিলম্বে কটুক্তিকারীদের কঠোর শাস্তি দাবি করেন এবং সকলকে ভারতীয় পণ্য বয়কট করার আহবান জানান। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা নামে এক বিজেপি নেতা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট করে নাভিন কুমার জিন্দাল নামে আরেক নেতা। এ নিয়ে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। আরব আমিরাত ভারতীয় পণ্য বয়কট করে। বিশ্বের অনেক মুসলিম দেশও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
Leave a Reply