সংবাদ রিপোর্ট : সাভার পৌরসভা এলাকার জন্য সব ধরনের মাংসের মূল্য নির্ধারণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৭ মার্চ সোমবার থেকে সাভার পৌর এলাকায় প্রতি কেজি গরুর মাংস ৭২০ টাকা, সোনালি মুরগি ৩১০ টাকা ও ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি দরে বিক্রয়ের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে। মহিষের মাংস বিক্রি করা হবে ৭৪০ টাকা কেজি দরে। ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এ মূল্য নির্ধারণসহ উক্ত মূল্যে সকল ব্যবসায়ীরা এসকল পণ্য বিক্রয় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠকে সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণির সভাপতিত্বে পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply