সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের আগামী ৩ জুলাই সাভারের হেমায়েতপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সমাবেশ সফল করার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার আহবান জানান। ওই সমাবেশে সর্বস্তরের জনগনের অংশগ্রহণ নিশ্চিত করতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনগুলোকে তৃণমূল পর্যায়ে সভার মাধ্যমে কোনো সমস্যা থাকলে সে বিষয়ে আলোকপাত করারও আহবান জানান তিনি। সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: লিয়াকত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ। এছাড়াও, সভায় সাভারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩ জুলাই সাভার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিতব্য সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।