1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

সাভার-আশুলিয়া থ্রি-হুইলারের বেপরোয়া চলাচল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়াকে আইন না মেনে বেপরোয়াভাবে চলাচল করছে অবৈধ থ্রি-হুইলার। এতে প্রতিদিনই এই মহাসড়াকে ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ যাত্রীরা। সড়ক ও জনপথ আইন অনুযায়ী, মহাসড়াকে সব ধরনের থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্তেও মহাসড়াকে নির্বিঘ্নে চলাচল করছে এসব যান। ছোট-বড় দুর্ঘটনা ছাড়াও নানান ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। সরজমিনে গিয়ে নবীনগর চন্দ্রা মহাসড়াকের পল্লীবিদুৎ থেকে বাইপাইল বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের উভয় পাশেই বেপরোয়া গতি এবং উলটোপথে নিয়মিতই চলচল করতে দেখা গেছে এসব অবৈধ থ্রি হুইলাকে। বাইপাইল মোড়ের ট্রাফিক বক্সের সামনে এসব অবৈধ থ্রি-হুইলার যাত্রী ওঠানামা করায়, প্রশাসনের নাকের ডগায় চলমান এইসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, প্রতিনিয়ত চলছে এসব অবৈধ থ্রি-হুইলার। পরোয়াভাবে চলাচল করে। দেখা যাচ্ছে, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে যানজটের সৃষ্টি। মহাসড়াকের বিভিন্ন পয়েন্টে এসব অবৈধ যান চলাচলের দৃশ্য চোখে পড়লেও সেই অনুযায়ী কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণের দৃশ্য চোখে পড়েনি কোথাও। এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা মহাসড়াকের বিভিন্নস্থানে প্রতিনিয়ত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ থ্রি-হুইলার আটক করি এবং আমাদের এই অভিযান এখনো চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :