সংবাদ রিপোর্ট : আগামী ৪ মার্চ শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত সাভার পৌরসভাসহ উপজেলার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার কর্তৃপক্ষ। ৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভারের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব। তিনি বলেন, সাভারের একটি স্থানীয় সিএনজি স্টেশনে লিকেজ মেরামতের জন্য আগামী শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে আশুলিয়া অঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
Leave a Reply