সংবাদ রিপোর্ট: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ৭ আগস্ট রবিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি ঈদগাহ মাঠে আলোচনা সভা ও ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।এ সময় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমর। এছারাও আলোচনায় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারী, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলম, এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য সহ ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মীরা । শীর্ষক আলোচনা সভার সভাপত্তিত করেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমান হক,আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন লিটন মিয়া। এসময় উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করেন,দোয়া শেষে সকলের হাতে তবারক তুলে দেয়া হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply