সংবাদ রিপোর্ট: বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ ভাগের বেশি জনগোষ্ঠী ১০ থেকে ৩৫ বছরের মধ্যে যা আমাদের যুব সমাজের অন্তর্ভুক্ত এবং ২০২২ সালের জনশুমারী রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। যুব সমাজ এবং তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষার্থে ”অধিকার এখানে এখনি ২ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশে যেখানে আরএইচস্টেপ সহ কাজ করছে নারীপক্ষ, অবয়ব, নাগরিক উদ্যোগ এবং ব্র্যাক। সাভারে যুব সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার রক্ষায় স্থানীয় কমিউনিটি, স্কুল ও সরকারি-বেসরকারি পক্ষের সমন্বয়ে কাজ করবে আরএইচস্টেপ। এ উপলক্ষে ৩১ মে বুধবার সকাল ১০ টায় সাভার উপজেলা পরিষদ অফিসের বিজয় ৭১ হল রুমে, আরএইচস্টেপ এর আয়োজনে ”অধিকার এখানে এখনই ২” প্রকল্পের কার্যক্রম অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আব্দুল গণি এবং উপজেলার সংশ্লিষ্ট সরকারি অফিস ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং আরএইচস্টেপ এর প্রকল্প কর্মকর্তারা। আরএইচস্টেপ এর ডেপুটি ডিরেক্টর প্রোগ্রাম ডাঃ এলভিনা মোস্তারী এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত সভায় প্রকল্পের কর্ম পরিকল্পনা, কর্ম এলাকা ও সুবিধাভোগী নির্বাচনে সরকারি দপ্তরের কর্মকর্তারা সময়োপযোগী মতামত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর সমাপনি বক্তব্যের মাধ্যমে উক্ত আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply