সংবাদ রিপোর্ট : সাভারের ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহানা ইসলামের বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এক পত্রের মাধ্যমে তাকে কৈফিয়ত তলব করেছেন। এছাড়াও এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহানা ইসলাম গত ১৪ জুন বিদ্যালয়ের পুরাতন রড গোপনে বিক্রি করেছেন। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার জানার পর স্বারক নং উশিঅ/সাভার/ঢাকা/৩১৫ পত্রের মাধ্যমে তাকে কৈফিয়ত তলব করেন।
Leave a Reply