সংবাদ রিপোর্ট : বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহত গ্যাস না থাকায় সাভারে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ১৬ জুলাই রবিবার দুপুরে তারা সাভারের শিমুলতলা এলাকায় অবস্থিত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী এসময় অভিযোগ করে বলেন, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালীসহ প্রায় দশটি গ্রামে দশ দিন ধরে গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের কারণে বাসা বাড়ির লোকজন গ্যাসের চুলায় রান্না করতে না পেরে দুর্ভোগে পড়েছেন। অনেকেউ অতিরিক্ত টাকা দিয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস শ্রমিকরা। দশ দিনে গ্যাস সংকট সমাধান করতে না পারায় পরে রবিবার দুপুরে ভরালীসহ বিভিন্ন গ্রামের শতাধিক বিক্ষুব্ধ মানুষজন তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক জোবিঅ প্রকৌশলী আবু সালে মুহাম্মদ খাদেমুদ্দীনকে অবরোধ করে রাখেন। পরে তিনি আজকের মধ্যে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন চলে যান। একাধিক সুত্র বলছে, সাভার ও আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়ি কলকারখানায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি হওয়ায় বৈধ গ্রাহকরা রান্নার কাজে ব্যবহত লাইনে গ্যাস পাচ্ছে না যার ফলে মানুষজন দুর্ভোগে পড়েছেন।
Leave a Reply