সংবাদ রিপোর্ট: সাভারের একটি হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম দিয়েছেন ফারজানা বেগম নামের এক প্রসূতি। একসঙ্গে জন্ম দেওয়া ৪ জনই মেয়ে শিশু। ২ নভেম্বর শনিবার ভোর ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়। ৩ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। একসঙ্গে চার মেয়ের জন্ম দেওয়া ফারজানা বেগম নরসিংদী জেলার মনোহরদী থানার কাঁচিকাটা এলাকার মঞ্জু মিয়ার স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১ নভেম্বর শুক্রবার রাত ১১টার দিকে ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তার সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকারের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। অবস্থা বুঝে গতকাল ভোর ৪টার দিকে সিজার করা হয়। এসময় তিনি ৪ কন্যাশিশু জন্ম দেন। এ ব্যাপারে চার কন্যার জন্ম দেওয়া প্রসূতি কিংবা তার আত্মীয়-স্বজনরা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে ওই প্রসূতির সিজার করা চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকার বলেন, সদ্য জন্ম নেওয়া চার শিশুই সুস্থ রয়েছে। চারজনই কন্যাসন্তান। তাদের মা ফারজানা বেগমও সুস্থ রয়েছেন। তাদের মঙ্গল কামনা করি।
Leave a Reply