1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

শীতার্তদের জন্য কেনা হচ্ছে ৩২ কোটি টাকার কম্বল

  • আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: শীতার্তদের জন্য নতুন করে আরও ৩২ কোটি টাকার কম্বল কেনা হচ্ছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আগামী সপ্তাহ থেকে দেশের শীতপ্রবণ এলাকায় এসব কম্বল বিতরণ করা হবে। ৩১ ডিসেম্বর শনিবার সাভারের আশুলিয়ার বাইপাইলে একটি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে রংপুর বিভাগের ৮টি জেলার দরিদ্র শীতার্তদের মাঝে ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া নভেম্বর মাসে সারাদেশে ২৬ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মেট্রোরেল সাভারে বর্ধিত হওয়ার সুযোগ নেই। তবে প্রধানমন্ত্রী উন্নয়ন বান্ধব, দেশের অর্থনীতি প্রেক্ষাপটের ওপর নির্ভর করে সুযোগ হলে সাভারেও মেট্রোরেল বর্ধিত করার জন্য কাজ করবেন। এনামুর রহমান বলেন, মেট্রোরেল প্রকল্পের আরও ৬টি লাইন বাকি রয়েছে। যা আগামী ২০৩০ সাল নাগাদ শেষ হবে। দেশের উন্নয়নে আরও একটি মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পিয়ারলেস ডায়াগন্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিল্লু মঙ্গল দাস, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :