1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

রাজধানীর প্রবেশপথে পুলিশের চেকপোস্ট

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১০ নভেম্বর রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তারা সন্দেহভাজন কাউকে দেখতে পেলে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছিলেন। বিশেষ করে প্রাইভেটকার ও সাদা মাইক্রোবাসগুলোকে সন্দেহজনক মনে হলে থামিয়ে গাড়িতে থাকা যাত্রীদের গন্তব্য এবং পরিচয় জানতে চাচ্ছে পুলিশ। সাভার মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সাভারের বিরুলিয়া, আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকায় তল্লাশি কার্যক্রম চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি। চেকপোস্টে দায়িত্বরত সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মো. আব্দুল্লাহ বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম চলছে। পাশাপাশি রাজধানীতে প্রবেশ করে কেউ যেন নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে সেটিও লক্ষ্য রাখা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :