সংবাদ ডেস্ক: বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এর ৮ম কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনে ড. মুহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি ও ডা. মোহাম্মদ শাহাদৎ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ৭ জুলাই শুক্রবার অনুষ্ঠিত নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে ডা. গৌতম বাড়ৈ, ডা. মো. বখতিয়ার, ডা. মুহাম্মদ মহিনুল ইসলাম, ডা. ফারুকুল ইসলাম ও ডা. রোকসানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. মো. ফিরোজ কবির, ডা. মো. মহিউদ্দিন, ডা. মুহাম্মদ সাইফুল ইসলাম ও ডা. হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ পদে ডা. কাজী মো. এমরান হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ পদে ডা. সজল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. নেছার উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া দফতর সম্পাদক পদে ডা. এএনএম মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে ডা. মো. আসাদুজ্জামান খোকন, প্রকাশনা সম্পাদক পদে ডা. মাহমুদুল হাসান আল ইমাম, মহিলা ও কল্যাণ সম্পাদক পদে ডা. ফারজানা শারমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. মো. সাইফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডা. ইমতিয়াজ আহমেদ, শিক্ষা সম্পাদক পদে ডা. মো. এখলাসুর রহমান এবং কার্যকরী সদস্য পদে অধ্যাপক ডা. মো. ওবায়দুল হক, ডা. সনজিত চক্রবর্তী, ডা. আনোয়ারুল কাদের নাজিম, ডা. নূর আহমদ ও ডা. মোহাম্মদ ইয়াকুব আল-আনসারি নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কার্যক্রম শুরু করা, কলেজ অব ফিজিওথেরাপির বাস্তবায়ন এবং সরকারি পর্যায়ে প্রথম শ্রেণির পদ বস্তবায়নে সরকারকে সহযোগিতা করবেন। পাশাপাশি ফিজিওথেরাপি বিষয়ে জনসচেতনতা তৈরি, ফিজিওথেরাপির নামে অপচিকিৎসা প্রতিরোধ, ফিজিওথেরাপি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং স্বাস্থ্য ও পুনর্বাসন খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন।
Leave a Reply