1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

ধামরাইয়ে গাছ ফেলে সড়কে ডাকাতি

  • আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকটি যানবাহনের যাত্রীদের কাছ থেকে কয়েক লাখ টাকা লুট করে নিয়েছে বলে জানা গেছে। শনিবার রাত দুইটারদিকে কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের খাগুর্তা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কালামপুর-মির্জাপুর আঞ্চলিক সড়কের খাগুর্তা এলাকায় সড়কের পাশে সানোয়ার হোসেনের একটি নিম গাছ কেটে সড়কে ফেলে রাখে ডাকাতরা। রাত দুইটার দিকে ওই সড়ক দিয়ে চলাচলরত ট্রাক ভর্তি ইটসহ ও বিভিন্ন ধরনের যানবাহন সড়কেও ওপর গাছ দেখে থামিয়ে দেন চালকরা। ওই সময় ১০-১৫জনের একদল ডাকাত থামানো যানবাহনে হামলা চালায়। এতে ইটের ট্রাক থেকে প্রায় দুই লাখ টাকাসহ অন্যান্য যানবাহন থেকে কয়েক লাখ টাকা লুটে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় মহাসড়কের প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল বলে জানান বাসনা বাজার এলাকার মোয়াজ্জেম হোসেন পাখি মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থলের কাছে স’মিলের মালিক জালাল উদ্দিন জানান, গভীর রাতে অনেক যানবাহন থামানো ছিল। শুধু ট্রাক চালকের কান্নার শব্দ শুনেছি। ডাকাতরা নাকি অনেক টাকা পয়সা লুট করে নিয়েছে বলে শুনেছি । তিনি বলেন, মাঝে মধ্যেই এখানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের কারণে আমার স’মিলে থাকতে সাহস পাই না। এ বিষয়ে ধামরাই থানার এস আই নজরুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। তবে কিছু নিতে পারেনি বলে তাৎক্ষনিক কারো কাছ থেকে কোন অভিযোগ পাইনি। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।ঘটনাস্থলে পরিদর্শন করেছে সংশ্লিষ্ট বিট পুলিশ এস আই সজিব হোসেন তালুকদার। তিনি বলেন, এখানে প্রতিনিয়ত পুলিশ থাকে। তবে কেন এমন হয়েছে বলতে পারছি না। এর আগে সোমবার রাতে কুশুরা-বান্নাখোলা আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। ওইসময় কাওয়ালীপাড়া এলাকার ব্যবসায়ী আয়নাল হোসেনের কাছ থেকে ৭২ হাজার টাকা লুটে নেয়। একই সড়কে ২৭ জুলাই একই কায়দায় ডাকাতির কবলে পড়েন বাউজা গ্রামের ইজিবাইক চালক, মাইক্রো চালকসহ কয়েকজন। তাদের কাছ থেকেও প্রায় দেড় লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতদল। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :