ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও একটি ইটভাটার মালিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১ অক্টোবর শনিবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মঈনুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের যৌথ নেতৃত্বে ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। হাই কোর্টের নির্দেশে ঢাকা জেলা প্রশাসন এবং ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে ১ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার নান্নার এলাকার একতা ব্রিকস ও এনকেবি ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও গুরাকান্দা এলাকার পাওয়ার ব্রিকস নামের এক ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, হাইকোর্ট অবৈধ ভাটা ভেঙে ফেলার নির্দেশনা দিয়েছেন। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ওই দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও একটি ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply