1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে আশুলিয়ায় বন্ধুকে অপহরণের পর মুক্তিপণের জন্য হত্যা, যুবক গ্রেপ্তার ধামরাইয়ে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইটভাটার লাইসেন্স নবায়নের সুযোগ দেখছি না: পরিবেশ উপদেষ্টা সাভারে ইয়াবাসহ টেকনাফ থেকে আসা ব্যক্তি গ্রেফতার সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা খোরশেদ আগামীর সাভার হোক সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও মাদকমুক্ত: খোরশেদ আলম সাভারে মডেল মসজিদের পেছনে মিলল বৃদ্ধার লাশ

ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত ধামরাইয়ের যশোমাধব মন্দির কালের ধারায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। ৩৫৪ বছর ধরে এ মন্দিরকে ঘিরেই চলছে দেশের সুবিখ্যাত রথযাত্রা উৎসব ও মেলা। জানা যায়, রাজা যশোপাল এক দিন হাতির পিঠে চড়ে বেড়াতে যান ধামরাই এলাকার পাশের গ্রামে। রাস্তায় চলতে চলতে একটি মাটির ঢিবির সামনে গেলে হাতিটি থেমে যায়, আর চলতে চায় না। রাজা শত চেষ্টা করেও হাতিটিকে সামনে নিতে পারেন না। এ ঘটনায় অবাক হলেন তিনি। তখন তিনি হাতি থেকে নেমে স্থানীয় লোকজনকে ওই মাটির ঢিবি খনন করার জন্য নির্দেশ দেন। সেখানে একটি মন্দির পাওয়া যায়। মন্দিরে কতগুলো মূর্তি পাওয়া যায়। এর মধ্যে শ্রীবিষ্ণুর মূর্তির মতো শ্রীমাধব মূর্তিও ছিল। রাজা ভক্তি করে সেগুলো সঙ্গে নিয়ে আসেন। পরে ধামরাই সদরে ঠাকুরবাড়ি পঞ্চাশ গ্রামের বিশিষ্ট পণ্ডিত শ্রীরামজীবন রায়কে তিনি ওই মাধব মূর্তি নির্মাণের দায়িত্ব দেন। তখন থেকে শ্রীমাধবের নামের সঙ্গে রাজা যশোপালের নামটি যুক্ত করায় বিগ্রহের নতুন নাম হয় শ্রীশ্রী যশোমাধব। সেদিন থেকে সেবা পূজার বন্দোবস্ত হয়। আজও ধামরাইয়ে শ্রীমাধব-অঙ্গনে পূজা-অর্চনা চলে আসছে। পরবর্তী সময়ে শ্রীমাধবকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা ও মেলা। তবে, কবে কীভাবে এ বাঁশের রথটি কাঠের রথে পরিণত হয়েছে, তা সঠিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্টরা জানান, বাংলা ১২০৪ থেকে ১৩৪৪ সন পর্যন্ত ঢাকা জেলার সাটুরিয়া থানার বালিয়াটির জমিদাররা বংশানুক্রমে এখানে চারটি রথ তৈরি করেন। ১৩৪৪ সালে রথের ঠিকাদার ছিলেন নারায়ণগঞ্জের স্বর্গীয় সূর্যনারায়ণ সাহা। এ রথ তৈরি করতে সময় লাগে এক বছর। ধামরাই, কালিয়াকৈর, সাটুরিয়া, সিঙ্গাইর থানার বিভিন্ন কাঠশিল্পী যৌথভাবে নির্মাণকাজে অংশগ্রহণ করে ৬০ ফুট উচ্চতাসম্পন্ন রথটি তৈরি করেন। এ রথটি ত্রিতলবিশিষ্ট ছিল, যার প্রথম ও দ্বিতীয় তলায় চার কোণে চারটি প্রকোষ্ঠ ও তৃতীয় তলায় একটি প্রকোষ্ঠ ছিল। বালিয়াটির জমিদাররা চলে যাওয়ার পর রথের দেখভালের দায়িত্ব পালন করত টাঙ্গাইলের রণদাপ্রসাদ সাহার পরিবার। ২০১০ সালে ধামরাইয়ে পুরোনো রথটির আদলে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন রথ বানিয়ে দেওয়া হয়। ৪০ জন শিল্পী ছয় মাসেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে ৩৭ ফুট উচ্চতা ও ২০ ফুট প্রস্থের কারুকার্যখচিত নতুন রথটি নির্মাণ করেন। লোহার খাঁচার ওপর সেগুন ও চাম্বল কাঠ বসিয়ে খোদাই করে তৈরি করা হয়েছে আকর্ষণীয় সব শৈল্পিক নিদর্শন। এতে রয়েছে, লোহার তৈরি ১৫টি চাকা। রথের সামনে রয়েছে কাঠের তৈরি দুটি ঘোড়া ও সারথি। এ ছাড়া রথের বিভিন্ন ধাপে প্রকোষ্ঠের মাঝে স্থাপন করা হয়েছে, কাঠের তৈরি দেব-দেবীর মূর্তি। প্রতি বছর রথযাত্রার আগে রং চড়ানো ও সাজসজ্জার কাজ করে এটিতেই অনুষ্ঠিত হয় রথ উৎসব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :