ধামরাই প্রতিনিধ : ধামরাইয়ে খেলা করার সময় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান। মৃত দুই শিশুর একজন হলো ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ উত্তর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রিয়াজুল (০৮) এবং একই এলাকার মো. রুবেল হোসেনের ছেলে মো. রাজু (০৮)। স্থানীয়রা জানায়, বিকেলে আশ্রয়ণ প্রকল্পের পাশে ওই দুই শিশু খেলা করছিল। কোনো এক সময় তারা দুইজনই নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা যায়। তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় তাদের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে মৃত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে
Leave a Reply