ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি নানা অনিয়মের অভিযোগে ১টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ঔষধ বিক্রয় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন। ৩০ আগস্ট বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় ধামরাই পৌর এলাকার মমতাজ ডায়বেটিক ও জেনারেল হাসপাতাল, সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার, গ্রামীন কল্যান সুয়াপুর স্বাস্থ্য কেন্দ্র এবং ধানসিড়ি আবাসিক এলাকার একটি ঔষধ বিক্রির দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। ডা. নূর রিফফাত আরা বলেন, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি হাসপাতাল, দুটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ঔষধ বিক্রয় প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply