1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন

তবে কি সত্যিই বার্সায় ফিরছেন মেসি?

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনায় ফিরতে পারেন, এমন গুঞ্জন নতুন নয়। তবে এবার বার্সার সহসভাপতি রাফা ইয়স্তে মুখ খুললেন। প্রথমবারের মতো নিশ্চিত করলেন, মেসিকে পুনরায় চুক্তি করানোর বিষয়ে যোগাযোগ করেছেন তারা। ইতালির বিখ্যাত সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন এ তথ্য। ইয়স্তে বলেন, ‘আমরা লিওনেল মেসির শিবিরে যোগাযোগ করেছি। লিও জানে আমরা তাকে কতটা কদর করি এবং আমি চাই সে এখানে (বার্সায়) ফিরে আসুক।’ সেই ১৩ বছর বয়স থেকে বার্সার সঙ্গে ঘর-সংসার শুরু হয়েছিল মেসির। এই ক্লাবের হয়ে খেলেছেন ২১টি বছর। বাকি জীবনটাও কাটাতে চেয়েছিলেন প্রাণের ক্লাবেই। কিন্তু আর্থিক সংকটের কথা বলে মেসিকে বিদায় জানায় বার্সেলোনা। ২০২১ সালে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন মেসি। সেখানেই আছেন এখনও। কিন্তু পিএসজি মেসিকে যে কারণে দলে ভিড়িয়েছিল, সেই আশা পূরণ হয়নি। চ্যাম্পিয়নস লিগে এবারও ব্যর্থ হয়েছে দলটি। যদিও বিশ্বসেরা ফুটবলারকে ধরে রাখতে বদ্ধপরিকর ক্লাবটি। কিন্তু মেসি থাকবেন কিনা, সেটাও বড় প্রশ্ন। দুই বছর আগে বার্সার সঙ্গে মেসির বিচ্ছেদের সময়ও রাফা ইয়াস্তে উপস্থিত ছিলেন। সেই স্মৃতি টেনে বার্সার সহসভাপতি বলেন, ‘আমি দুই বছর আগে চুক্তির আলোচনা হওয়ার সময়ও ছিলাম। আমার মনে আছে, মেসিকে ছেড়ে দেওয়া কতটা কঠিন ছিল।’ তবে এখন আবার মেসিকে পেতে চায় বার্সা। ইয়স্তে বলেন, ‘নিশ্চিতভাবেই মেসি বার্সা এবং এই শহরকে ভালোবাসে। তাই এখানে তার ইতিহাস চালিয়ে যাওয়ার জন্য সঠিক শর্ত খুঁজে পাওয়ার আশা করছি।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :