আশুলিয়া প্রতিনিধি: ইন্টারনেট লাইন নিতে না চাওয়ায় সাভারের আশুলিয়ায় একটি খাবারের হোটেলে ভাঙচুর করেছে বখাটে যুবকেরা। এঘটনায় হোটেল মালিকসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে তারা। ১০ জুলাই বিকেলে আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড বিরিয়ানি হাউজ হোটেলে এঘটনা ঘটে। ওই হোটেলের মালিক মাজহারুল ইসলাম বলেন.তিনি দীর্ঘদিন ধরে তার হোটেলে স্থানীয় সুমন মোল্ল্যার ইন্টারনেট ব্যবহার করে আসছিলেন। পরে ওই এলাকার বখাটে মারুফ ভূঁইয়া ও বাশার সরদার তাকে বলেন তাদের ইন্টারনেট লাইন ব্যবহার করতে। এঘটনায় তিনি তাদের ইন্টারনেট লাইন নিতে অস্বীকার করলে বিকেলে মারুফ ভূঁইয়া ও বাশার সরদার হোটেলে গিয়ে ভাঙচুর করে। এসময় ভাঙচুরে বাধা দিলে তারা হোটেল মালিক মাজহারুল ইসলাম,তার বৃদ্ধা মা জরিনা বেগম ও বোন জামাই মাফিজ উদ্দিনকে পিটিয়ে আহত করে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এঘটনার পর থেকে হোটেল মালিক ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আশুলিয়া থানা পুলিশ বলছে,অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply