1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় শিক্ষক হত্যাকারী জিতু গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

আশুলিয়া প্রতিনিধ : আশুলিয়া চাঞ্চল্যকর শিক্ষক উৎপল হত্যাকান্ডের মুল আসামী শিক্ষার্থী জিতুকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৯ জুন বুধবার রাত পৌনে ৮ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে সন্ধ্যা ৭ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানার নগরহাওলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় জিতুকে গ্রেফতার করা হয়। জিতু ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন। ঘটনা সংঘটিত হওয়ার পর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে র‌্যাব। তাকে গ্রেপ্তারে র‌্যাবের একাধিক টিম কাজ করেছে। প্রসঙ্গত, গত ২৫ জুন শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই এক ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৭ জুন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রবিবার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এর পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :