আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ধলপুর ছাত্র সংঘের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে হিফজুল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট শের আলী মার্কেট এলাকার ধলপুর ছাত্র সংঘের আয়োজনে বাইতুন জামে মসজিদ সংলগ্ন মাঠে কয়েকটি মাদ্রাসার ছাত্রদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ধলপুর ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন-সম্পাদক মোঃ আবুল হাসনাত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধক করেন মোঃ মহসীন আজাদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবে সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোজাফফর হোসেন জয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম খান লিটন ও টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা। প্রতিযোগিতাদের বিচারকের দ্বায়িত্বে ছিলেন, মাওলানা মুফতি মোশারফ আল হোসাইন, আলহাজ মাওলানা ক্বারি মোঃ আব্দুল হক ও হাফেজ মাওলানা মুফতি বেলাল বিন হারুন। এ প্রতিযোগীতায় ২০জন কোরআনে হেফজ বিভাগের ছাত্র অংশ গ্রহন করেন। এরা হলো মোঃ ওমর সাজিদ, মোঃ রিয়াদুল ইসলাম, মোঃ সামিউল ইসলাম, মোঃ মেহেদী হাসান সাওন, মোঃ সাদমান সিয়াম, মোঃ আরিফন মোস্তাকিম, মোঃ হোসাইন আহমেদ, মোঃ ওসমান গনি, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মোসিউর রহমান, মোঃ বোরহান উদ্দিন , মোঃ ইয়ামিন, মোঃরিয়াজুর ইসলাম, মোঃ রায়হান,মোঃ মেহেদী হাসান তামিম, মোঃ তানজিল হাসান, মেঃ তাওহিদুল ইসলাম, মোঃ রাহাত হোসাইন ও মোঃ তানভীর আহমেদ । বিচারকবৃন্দ প্রতিযোগীদেরকে কোরআন শরিফের বিভিন্ন পারা থেকে একটি আয়াত বলতেন, প্রতিযোগীরা ওই আয়াতের সালমানের আয়াত থেকে শুদ্ধ ও সাবলীল কন্ঠে পাঠ করতে থাকতেন অন্য প্রশ্ন কারার আগে পর্যন্ত। এভাবে প্রতি প্রতিযোগীদেরকে ৪ টিকে প্রশ্ন করা হলে প্রতিযোগীকে যে কোন ৩ টিকে প্রশ্নের উত্তর দিতে হয়।প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছেন, মোঃ সামিউল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোঃ ওসমান গনি ও তৃতীয় স্থান অধিকার করেছেন মো সাদমান সিয়াম। এ আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গলে দোয়া ও মোনাজাত করা হয়। ধলপুর ছাত্র সংঘের সভাপতি মোঃ মেহেদী হাসান বলেন, এ বছর এ সংগঠনের ছাত্ররা অত্র এলাকায় প্রতিযোগীয় অংশ গ্রহন করেছেন। আগামী দিন গুলোতে তারা আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশ নিতে পারবে সে লক্ষে এ সংগঠনের ছাত্রদেরকে প্রস্তুত করা হচ্ছে।
Leave a Reply