আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থেকে পঞ্চগড়ের আটোয়ারীতে সামিউল ইসলাম সয়ন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা শুভকে (২১) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১১ অক্টোবর বুধবার বিকেলে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর মঙ্গলবার র্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সামিউল ইসলাম শয়নকে (২৬) অপহরণ করে মাঝ রাস্তায় চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি মাসুদকে আটক করা হয়। তিনি আরও জানান, ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা হওয়ার পর থেকে হত্যাকারী আত্মগোপন করে।
আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply