1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক পার্টির নেতাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার সভাপতি আবুল হাসনাত আজাদকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় তাকে বহনকারী রিকশাচালক মনিরকেও ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা ২৬ জুন রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে ২৫ জুন শনিবার গভীর রাতে দক্ষিণ গাজিরচটের শেরআলী মার্কেট মোড়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুই যুবক। আবুল হাসনাত আজাদ দক্ষিণ গাজিরচটের শেরআলী মার্কেট এলাকার জাতীয় পার্টির নেতা আবুল কালাম আজাদের ছেলে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাত আড়াইটার দিকে রিকশা থেকে নেমে এক যুবককে চড়থাপ্পড় দেন। পরে ওই যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে ছুরিকাহত অবস্থায় হাসনাত দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পেছনে ধাওয়া করেন ওই যুবক। আহত রিকশাচালক মনির হোসেন বলেন, ওই নেতা তার ব্যক্তিগত অফিস থেকে রাত আড়াইটার দিকে আমার রিকশায় ওঠেন। তিনি তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। আমরা শেরআলী মার্কেটে পৌঁছালে দুই যুবক রাস্তার মাঝখানে আগে থেকেই ওৎ পেতে ছিল। আমি বেল বাজালেও তারা সাইড না দিয়ে গতিরোধ করে। এ সময় হাসনাত ভাইয়ের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তাদের মধ্যে একজন কাকে যেন ফোন করেন। কথা শেষ করেই তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আমি বাধা দিলে আমাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতের ছোট ভাই মহসীন আজাদ বলেন, আমরা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাইকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। পরে তার অবস্থার অবনতি হলে গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়। তার সারা শরীরে ছুরিকাঘাতের সাতটি গভীর ক্ষত রয়েছে। মার্কেটের নিরাপত্তা কর্মী সবুর উদ্দিন জানান, হাসনাত রাত দেড়টার দিকে রিকশা করে ত্রিমোড় এলাকায় পৌঁছালে দুই যুবক তার গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমি এতটুকুই দেখেছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। হামলাকারী কুটুরিয়া এলাকার মনসুরের ছেলে বাবুল। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :