1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন

আশুলিয়ায় পুলিশের অভিযানে নকল স্যালাইন, ইনো ও ট্যাং জব্দ আটক ১

  • আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

 

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অনুমোদনহীন একটি কারখানায় বিভিন্ন কোম্পানির মোড়কে নকল পানীয় পণ্য তৈরিকৃত বিপুল পরিমাণে নকল স্যালাইন, ইনো ও ট্যাং জব্দ করে পুলিশ। এঘটনায় একজনকে আটক করা হয়। ২৩ অক্টোবর রবিবার রাত ৮টার দিকে আশুলিয়ার নিরিবিলির স্টার্ন হাউজিং এলাকায় বিজি ফ্রেশ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এক ব্যক্তি মালিকানাধীন কারখানায় অভিযান চালায় পুলিশ। কারখানার মালিক তিনজন। তারা হলেন- মিজানুর রহমান জাহিদ, লিপন গাজী ও মো. সাদেক। কারখানা থেকে আটক ব্যক্তির নাম মিরাজুল ইসলাম। তিনি বিজি ফ্রেশ ফুডের কেমিস্ট হিসেবে কাজ করতেন। মিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে স্যালাইন, ইনো ও ট্যাং তৈরি করা হতো। আদতে এসব পানীয় পণ্য নকল এবং আসল পণ্যের মতো মোড়কজাত করা হতো। বিভিন্ন দোকান ও ফার্মেসিতে এসব সরবরাহ করা হতো। এসএমসি এন্টারপ্রাইজের পশ্চিম জোনের সিনিয়র সেলস ম্যানেজার মো. গোলাম রিয়াজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা কারখানাটির অপরাধ সম্পর্কে জানতে পারি। সন্ধ্যার দিকে হওয়া অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ স্যালাইন তৈরির কাঁচামাল ও এসএমসির মোড়ক পাওয়া যায়। সেখানে ইনো ও ট্যাং জাতীয় পণ্যও তৈরি করা হতো। পুরে খবর দেওয়া হলে পুলিশ এসে কারখানার একজনকে আটক করে ও অবৈধ মালামালগুলো জব্দ করে। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, অভিযানের বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি। আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :