আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে কনিকা আক্তার নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার সকালে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ খবর পেয়ে আশুলিয়ার ভাদাইলের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহের খোঁজ মেলে। শিশু কনিকা গাজীপুর জেলার কাপাশিয়া থানার বান্নাপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। বর্তমানে আশুলিয়ার ভাদাইলের সাদু মার্কেট এলাকায় আবু তালেবের বাড়িতে নানির সঙ্গে কনিকা বসবাস করে আসছিল। শিশুর খালা রেশমা বেগম বলেন, ১৭ জুলাই সোমবার বিকাল থেকে কনিকাকে খুঁজে পাচ্ছিলাম না। রাতে অনেক খোঁজাখুঁজি করে পাইনি। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু কনিকা। এখানে নানির সঙ্গে বসবাস করত। তার মা গ্রামের বাড়িতে বসবাস করে। পরে আজ পুকুর থেকে কনিকার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply