1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

আশুলিয়ায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ 

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বুড়িরবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে পোশাক শ্রমিকদের প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির সভাপতি কেরামত আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ভুক্তভোগী পোশাক শ্রমিক সাবিনা ইয়াসমিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন- সমিতির সভাপতি কেরামত আলী, তার স্ত্রী ও সমিতির সহ-সভাপতি রেবেকা খাতুন (৪৫), সাধারণ সম্পাদক খানজাহান আলী (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪০), কোষাধ্যক্ষ নিহার রায় (৪০), সদস্য কামরুন্নাহার বেবি (৪২), সমিতির অংশীদার আজমল (৪৫), অংশীদার সোলাইমান (৪৩) ও অংশীদার মজিবুল্লাহ (৪৫)। তারা দীর্ঘ ৯ বছর ধরে এই প্রতারণা করে আসছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে বাইপাইলের বুড়িরবাজার এলাকায় ‘বুড়িরবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমবায় সমিতি করে চক্রটি। তখন থেকে বিভিন্নভাবে পোশাক শ্রমিকদের ডিপিএসের নামে টাকা জমা দিতে উদ্বুদ্ধ করে। তাদের প্রলোভনে পোশাক শ্রমিকরা টাকা জমাও করতে থাকেন। প্রায় চার শতাধিক পোশাক শ্রমিক এ পর্যন্ত সমিতিতে তিন কোটি টাকারও বেশি সঞ্চয় করেন। কিন্তু সঞ্চিত অর্থ ফেরত না দিয়ে তালবাহানা করেন সমিতির সভাপতি। নির্ধারিত সময় শেষ হওয়ার এক বছরেও টাকা ফেরত না পেয়ে আজ থানায় মামলা করেন এক ভুক্তভোগী। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। ইতোমধ্যে সমিতির সভাপতি কেরামত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :