আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আশুলিয়া থানার নবীনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পথচারীরা ডোবায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরনে লুঙ্গি আর শীতের জ্যাকেট ছিল। পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
Leave a Reply