আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় এলাকা হতে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ দুই জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। তারা কাভার্ডভ্যানে করে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে সাভারে বিক্রি করতো। ১৯ মার্চ রবিবার ভোরে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল মিয়া (৩৫) ও মো. আওলাদ মিয়া (২৭)। র্যাব-৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে র্যাব-৪ দল আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ ২ মাদক বিক্রেতা আটক করে। র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন
Leave a Reply