আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড কর্তৃপক্ষ। ৭ জুন মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার তাজপুর ও দিয়াখালী এলাকায় প্রায় দেড় কিলোমিটার জুড়ে এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ১হাজার বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে নিম্নমানের পাইপ, রাইজার এবং চুলাও জব্দ করা হয়েছে। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড কর্তৃপক্ষের সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মোঃ সায়েম বলেন, আশুলিয়া থানার আওতাধীন দিয়াখালী ও তাজপুর এলাকায় নিম্নমানের পাইপ ব্যাবহারের মাধ্যমে উচ্চ চাপ বিশিষ্ট অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এই এলাকায় দেড় থেকে দুই কিলোমিটার জুড়ে প্রায় ১হাজার বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছি। সেই সাথে পাইপ, চুলা ও বেশকিছু রাইজারও জব্দ করা হয়েছে। এই অবৈধ সংযোগের সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিবো। এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সাভার জোনের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান ও আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযানের সময়ে অতিরিক্ত আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন ছিলো।
Leave a Reply