এর আগে গতকাল বুধবার (৩১ মে) রাতে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশ্শিরা হাবিব খানের নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ডিবি এবং সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং এর সাথে জড়িত বৃষ্টি (২৮) ও চান মিয়া (৩২) নামে দুজনকে গ্রেফতার করেন। পুলিশ সুপার জানান, শিশুটির পিতা দুলাল মিয়া সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার স্থানীয় করিম হাজীর বাড়িতে স্ত্রী-সন্তানসহ ভাড়া থাকেন তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার কৃষ্টপুর এলাকায়। একই এলাকায় বাসা ভাড়া থাকেন রাজধানীর লালবাগ এলাকার বৃষ্টি (২৮) ও চাঁন মিয়া (৩২) দম্পতি সেই বৃষ্টি প্রায়শঃ দুলাল মিয়ার বাসায় যাতায়াত করতো এবং তার দুই বছরের মেয়ে তাবাচ্ছুম’কে কোলে নিয়ে আদর করতো। তিনি জানান, ৩০মে মঙ্গলবার বিকেল ৫টার দিকে তারা দুলাল মিয়ার বাড়িতে গিয়ে মাঠে খেলার কথা বলে শিশুটিকে বাসা থেকে নিয়ে যায়। দীর্ঘ সময়েও শিশুটি বাসা ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে স্বজনরা। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে অপহরণ করা হয়েছে জানিয়ে অপহৃত শিশুর বাবার মোবাইলে ফোন করে অপহরণকারীরা। এসময় অপহরণকারীরা শিশুটিকে ফেরত পেতে পার্শ্ববর্তী হেমায়েতপুর এলাকায় যেতে বলে সেখানে গিয়ে ফোন দিলে তারা শিশুটিকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে ২লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। পরে মেয়েকে বাঁচাতে দুলাল মিয়া অপহরণকারীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠায়। এতে অপহরণকারীরা ক্ষিপ্ত হয়ে সকালের মধ্যে টাকা না পেলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। পরে শিশুটির সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় অভিযোগ করেন শিশুটির পিতা দুলাল মিয়া। এরপ্রেক্ষিতে পুলিশ অপহৃত শিশুটিকে উদ্ধার করতে বিভিন্নস্থানে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ এবং ঢাকা উত্তর ডিবি পুলিশের টিম। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল রাতভর অভিযান চালিয়ে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, ঢাকা জেলা এসপি আসাদুজ্জামান পিপিএম-বার এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী এর তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার মুবাশশিরা হাবিব খানের নেতৃত্বে ডিবি উত্তর ও সাভার থানা পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
Leave a Reply