1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

আশুলিয়ায় মহাসড়কে টায়ারে আগুন

  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে কয়েক যুবক যে স্থানে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে, মহাসড়কের সেই অংশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার আওতাধীন। তবুও আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে টায়ারে অগ্নিসংযোগকারীদের কাউকে ঘটনাস্থলে পাইনি।’  বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন ৬ নভেম্বর সোমবার ঢাকার সাভারে মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নবীনগর-চন্দ্রা মহাসড়কে নবীটেক্সটাইল বাসস্ট্যান্ড এলাকায় সোমবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এ আগুন জ্বালিয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। অবরোধের মধ্যে নবীনগর-চন্দ্রা মহাসড়কে সীমিত পরিসরে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও পিকআপ ভ্যান চলাচল করতে দেখা যায়। একই সঙ্গে কিছু দূরপাল্লার বাসও চলাচল করতে দেখা গেছে। কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সড়কে টহল বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বাড়তি সদস্য। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে কয়েক যুবক যে স্থানে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে, মহাসড়কের সেই অংশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার আওতাধীন। তবুও আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে টায়ারে অগ্নিসংযোগকারীদের কাউকে ঘটনাস্থলে পাইনি। ‘মূলত তারা টায়ারে আগুন ধরিয়ে দিয়েই দ্রত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ছাড়া ঢাকা জেলার অন্যান্য এলাকাগুলো স্বাভাবিক রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :